বর্তমানে দেশের অধিকাংশ লোকের মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়টি নিয়ে বেশ আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। অনেকে এই সেক্টরে কাজ করতে খুবই আগ্রহী। কিন্তু পরবর্তীতে বেশ কিছু সমস্যার কারণে তারা কাজ করতে পারেন না। তাদের অনেকেই কাজ জানেন না এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে তারা খুব ভালো ধারণা রাখেন না। আর জানলেও ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে তাদের ধারণাটি অস্পষ্ট বা কম থাকে। আরেকটি দল রয়েছে যারা কাজ জানে তবে ফ্রিল্যান্স সাইট সম্পর্কে তাদের কোনো কিছুই জানা নেই। তাদের জন্যই মূলত ওডেস্ক (oDesk) এর উপর এই বইটি রচিত হয়েছে। ওডেস্কে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তা থেকে শুরু করে কীভাবে কাজ পেতে হয়, কীভাবে বিড করতে হয় তার সবকিছুই বইটিতে আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ, আপনার উপার্জিত অর্থ কীভাবে হাতের নাগালে আসবে এবং কেমন করেই বা আপনি এই অর্থ উত্তোলন করবেন সেই বিষয়টিও আলোচনা করা হয়েছে।
এবার আসা যাক ওডেস্ক প্রসঙ্গে। ওডেস্ক (oDesk) হলো এমন একটি কোম্পানি যেখানে Global job marketplace সুবিধার পাশাপাশি ব্যবসায়িক উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে বেশ কিছু টুল ব্যবহৃত হয় যা রিমোট ওয়ার্কারদেরকে ভাড়া করা এবং তাদের সার্বিক কাজকর্মকে তদারকি ও নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বলতে গেলে ওডেস্ক (oDesk) হলো অনলাইনে অর্থ উপার্জনের একটি Platform বা freelance marketplace। আপনি এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য আবেদন করে উপযুক্ত কাজ খুঁজে নিতে পারেন। কর্মদাতা এবং কর্ম সম্পাদনকারী এই দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে ওডেস্ক (oDesk)। বিনিময়ে দুই পক্ষ থেকেই নির্দিষ্ট হারে চার্জ আদায় করে থাকে এই কোম্পানি। বিশ্বের নামী দামী পাঁচটি বৃহৎ Global job marketplace কোম্পানির মধ্যে ওডেস্ক (oDesk) অন্যতম। বাকি চারটি কোম্পানি হলো Elance, Freelancer, Guru এবং vWorker (প্রাক্তন Rent A Coder)।
আপনি জানেন কী, ওডেস্ক এর বিশাল কাজের ভাণ্ডারের কাজ করার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে? অচিরেই এই স্থান আরও উপরে চলে আসার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সঠিক দিকনির্দেশনা পেলে আপনিও এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আর ঘরে বসে আয় করতে পারেন শত শত ডলার। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্ববাজারে নিজেকে গড়ে তুলতে পারেন যোগ্য কর্মী হিসেবে। বইটিতে সেই প্রয়াসটিই প্রতিফলিত হয়েছে।
Reviews
There are no reviews yet.