আধুনিক উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হল PLC। এর পূর্ণ নাম Programmable Logic Controller। বর্তমানে প্রায় প্রতিটি উন্নত কলকারখানাতে PLC ব্যবহৃত হচ্ছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য আগে যেসব কারখানায় PLC ব্যবহৃত হতো না সে সব জায়গায়ও এখন ধীরে ধীরে PLC ব্যবহার করে উন্নতমানের অটোমেশন যুক্ত সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে।
কিন্তু দেশে PLC নিয়ে কাজ করার মত পর্যাপ্ত জনশক্তি গড়ে উঠেনি। তাই ছোট ছোট সমস্যা সমাধান করার জন্যও অনেক সময় কোম্পানিগুলোকে বিদেশীদের উপর নির্ভর করতে হচ্ছে। PLC সম্বন্ধে জ্ঞান সম্পন্ন মানুষের চাহিদা ইন্ডাস্ট্রিতে দিনকে দিন বেড়ে চলেছে। এখন বেশির ভাগ ইন্ডাস্ট্রিতে বি.এস.সি অথবা ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ দেওয়ার সময় প্রার্থীর PLC সম্বন্ধে জ্ঞানের পরীক্ষা নেওয়া হয়। এজন্য আমাদের দেশের অনেকের PLC নিয়ে জানার আগ্রহ রয়েছে। কিন্তু বাংলা ভাষায় PLC এর উপর কোনো বই ইতোপূর্বে লেখা হয়নি। তাই বাংলায় PLC এর উপর এ বইটি প্রকাশিত হওয়ায় শিক্ষার্থীরা PLC এর উপর জ্ঞান অর্জন করে ইন্ডাস্ট্রিগুলোর অটোমেশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ইলেক্ট্রনিক্স এবং মাইক্রোকন্ট্রোলারের উপর বাংলা ভাষায় লিখিত অনেক ভালো বই পাওয়া যায়। যার ফলে বাংলাদেশের অনেকে মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক এমবেডেড সিস্টেম ডিজাইন, রোবোটিক্স এ খুব ভালো করছে। কিন্তু বিভিন্ন ভারী শিল্পকারখানার ইলেক্ট্রিক্যাল বা অটোমেশনের কাজ সম্পর্কে তাদের ধারণা তৈরি হচ্ছে না। এজন্য এই বইটিতে শিল্প কারখানাতে ব্যবহার করা বিভিন্ন বিষয় যেমন থ্রি ফেজ পাওয়ার সিস্টেম, ইন্ডাকশন মোটর, ইথারনেট এবং প্রফিবাস কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা শিক্ষার্থীদেরকে ভারী শিল্পে কাজ করার জন্য প্রস্তুত করে তুলবে। বইটিকে শুধুমাত্র PLC এবং অটোমেশনের বই হিসাবে নয় শিল্পকারখানার ইলেক্ট্রিক্যাল কাজ শিখার প্রথম বই হিসাবে ব্যবহার করা যাবে।
Reviews
There are no reviews yet.