আপনার প্রিয় স্মার্টফোনটি কী শুধুই কথা বলার একটি যন্ত্র? তা মোটেই না। কথা বলার বাইরেও স্মার্টফোন দিয়ে বহুবিধ কাজ করা সম্ভব। প্রযুক্তি নির্ভর এই বিশ্বে স্মার্টফোন তাই নিয়ে এসেছে অভাবনীয় সব সুযোগ। এই বইটিতে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর বিষয়গুলোতে তুলে ধরা হয়েছে। বইটি পড়ে পাঠক স্মার্টফোনের নানা ধরনের ব্যবহার সম্পর্কে অবগত হতে পারবেন। বইটিতে ডিজিটাল জীবনের নানা ক্ষেত্রে স্মার্টফোনের প্রয়োগ দেখানো হয়েছে আর সবই হাতে-কলমে। বইটিতে দেখানো ব্যবহারগুলো শিখে আপনি নিজেই চমকিত হবেন।
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনের ব্যবহারকারীর সংখ্যাই বেশি। অন্ততপক্ষে দেশে যত সংখ্যক স্মার্টফোন বিক্রি হয় তার সিংহভাগই অ্যান্ড্রয়েড চালিত। সেদিকে লক্ষ্য রেখে বইটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকেই প্রাধান্য দেয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে উইন্ডাজ ফোন ও আইওএস কেও তুলে ধরা হয়েছে।
বইটিতে স্মার্টফোনের বহুমুখী ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। যেমনÑ মোবাইল ফোন ও ট্যাবে ডেটা আদান-প্রদান করা, অ্যান্ড্রয়েড ফোনকে মাউস হিসেবে ব্যবহার করা, অ্যান্ড্রয়েড থেকেই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা, ফোনের লাইভ স্ক্রিন রেকর্ড করা, স্ক্রিন লক হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা, মোবাইল ফোনে ক্লাউডের ব্যবহার, স্মার্টফোনকে স্ক্যানার কাম ওসিআর বানানো, ভয়েস ও ভিডিও কল করা ইত্যাতির মতো আরও অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে সাধারণ ব্যবহারকারীদের প্রতি লক্ষ্য রেখে হাতে-কলমে শেখানোর মতো করে বইটিতে বিভিন্ন বিষয়গুলো আলোচিত হয়েছে।
Reviews
There are no reviews yet.