কমপিউটারে কাজ করছেন অথচ ভাইরাসের দেখা পাননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। ইন্টারেেনটর ব্যাপক প্রসারের কারণে ভাইরাসের প্রাদুর্ভাবও আগের চাইতে অনেক বেড়ে গেছে। বিভিন্ন ধরনের কমপিউটার ওয়ার্ম, ম্যালওয়্যার, স্পাইওয়্যার প্রভৃতির আক্রমণও আগের তুলনায় অনেকে বেড়েছে। কমপিউটার থেকে শুরু করে স্মার্টফোন, পিডিএ ইত্যাদি হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোতেও এদের পদচারণা এখন তথ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের রিমুভাল ড্রাইভের বিশেষ করে পেন ড্রাইভ, মেমোরি কার্ড ও এ জাতীয় অন্যান্য ডিভাইসের কারণে ইন্টারনেট ছাড়াও দ্রুত ছড়িয়ে পড়ছে কমপিউটার ভাইরাস ও ক্ষতিকারক নানা প্রোগ্রাম।
তবে কমপিউটার ভাইরাস, কমপিউটার ওয়ার্ম বা ম্যালওয়্যার আসলে কি- সে বিষয়ে অনেক সাধারণ কমপিউটার ব্যবহারকারীরই নেই কোনো স্বচ্ছ ধারণা। তারা এগুলোকে মানবদেহে আক্রমণকারী ভাইরাসই মনে করে থাকেন। এই বইটিতে কমপিউটার ভাইরাস কি, এটি কিভাবে ছড়ায়, এর জীবদ্দশা, কমপিউটার ও বিভিন্ন হ্যান্ডহেল্ড ডিভাইসে ভাইরাস ও ক্ষতিকারক প্রোগ্রামগুলোর আক্রমণের লক্ষণ, এগুলো কারা তৈরি করেন, এগুলোর প্রকারভেদ, তাদের বর্ণনা, ভাইরাস ও ক্ষতিকারক প্রোগ্রামসমূহ থেকে বাঁচার উপায়, এন্টিভাইরাস ইন্সটল ও ব্যবহার প্রভৃতি বিশদভাবে আলোচিত হয়েছে। এছাড়া সহস্রাধিক ভাইরাসের তালিকা, ভাইরাসের উপর নানা প্রশ্নের উত্তর ইত্যাদিও গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে।
বর্তমান সময়ের জনপ্রিয় বেশ ক’টি এন্টিভাইরাস ইন্সটল করা ও এগুলোর ব্যবহার আলোচনা করা হয়েছে বইটিতে।
Reviews
There are no reviews yet.